ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

5 months ago 9

ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বান করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে মহড়া দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (২৬ মে) সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা সদর এলাকায় এই আদেশ জারি করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গায় বিএনপির দুটি গ্রুপ। সোমবার সকালে চৌরাস্তা এলাকায় একই সময়ে দুটি গ্রুপ সভা আহ্বান করে। সভা ঘিরে সকাল থেকে নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুই পক্ষের লোক জড়ো হতে শুরু করলে পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়। পরে উত্তেজনা বাড়তে থাকলে সংঘাতের আশঙ্কায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি)এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন জাগো নিউজকে বলেন, কয়েকদিন আগে কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় একটি সভায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করেন। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার কয়েকজন লোক কিছু লোকজন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়। তাছাড়া খোশবুর রহমান খোকন বিএনপির কোনো লোক নয়।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জাগো নিউজকে বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) ইমরুল হাসান জাগো নিউজকে বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

Read Entire Article