ফরিদপুরে বিএনপির নতুন কমিটি গঠনে আল্টিমেটাম

3 months ago 38

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনে এক মাসের সময়সীমা বেধে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অন্যথায় জেলা কমিটি ভেঙে দেওয়া হবে বলে চিঠির মাধ্যমে আল্টিমেটাম দেওয়া হয়।

বুধবার (১১ জুন) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। এর আগে ২ জুন কেন্দ্র থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর চিঠি পাঠানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা চিঠিতে বলা হয়, ফরিদপুর জেলার আওতাধীন সব ইউনিট কমিটি জুলাই মাসের মধ্যে গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করতে হবে। অন্যথায় জেলা কমিটি ভেঙে দেওয়া হবে।

অপরদিকে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, ফরিদপুর মহানগরের আওতাধীন ওয়ার্ডগুলোর সম্মেলন জুলাইয়ের প্রথম সপ্তাহে শেষ করতে হবে। অন্যথায় কমিটি ভেঙে দেওয়া হবে।

ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা জানান, চিঠি সোমবার হাতে পেয়েছেন এবং নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে ফরিদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিডিয়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুজ্জামান রুকু জাগো নিউজকে বলেন, জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠনকে ঘিরে চাঙা হয়ে উঠছেন নেতাকর্মীরা।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন বলেন, কেন্দ্র থেকে আমরা সম্মেলনের জন্য চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী সম্মেলনের জন্য ১৬ জুন সভা আহ্বান করা হয়েছে।

জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক যথা সময়ে সম্মেলন হবে। দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন এবং রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত, মামলা-হামলার শিকার হয়েছেন তাদের কমিটিতে প্রাধান্য দেওয়া হবে।

এন কে বি নয়ন/জেডএইচ/জিকেএস

Read Entire Article