ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

3 hours ago 6
লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়ে গেছে।  এছাড়া কিডনি জটিলতাও রয়েছে।  ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না।  এজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।  ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।  ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে নেওয়া হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা জটিলতা রয়েছে তার। 
Read Entire Article