ফাঁকা গুলি করে পালিয়ে গেলেন আসামি

2 weeks ago 14

রাজবাড়ীর পাংশায় পুলিশকে গুলি করে সজীব শেখ (২৮) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এজাহার নামীয় আসামি সজীব শেখ পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে। সজীব একটি মারামারি মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট চাঁদা না পেয়ে ছেলেকে মারধর করায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেন পাট্টা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে। পাংশা থানার মামলা নং-০৪(৮)২৪। সে মামলার এজাহারে সজীব শেখ ২ নম্বর আসামি।

এ বিষয়ে জানতে পাংশা মাডেল থানার এসআই শাহরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ফোর্সসহ থানার এসআই শাহরিয়ার থানা এলাকার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় একটি মারামারি মামলার এজাহার নামীয় এক আসামিকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি পালানোর জন্য দৌড় দেয়। এ সময় পুলিশ আসামির পিছু নেয়। এক পর্যায়ে আসামি ফাঁকা ফায়ার করে পালিয়ে যায়। ফায়ার করার পর পুলিশ আর সামনে এগোয়নি। আসামির কাছে যে অস্ত্র ছিল সেটা জানা ছিল না। এখন পর্যন্ত ওই আসামিকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Read Entire Article