ফাইনালে উঠতে বেঙ্গালুরুর প্রয়োজন ১০২ রান

3 months ago 8

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে যে ধরনের লড়াই জমে ওঠার কথা ছিল, তেমনটা মোটেও হলো না। দর্শকরা এসেছিলো ব্যাটারদের চার-ছক্কার খেলা দেখতে; কিন্তু নিউ চন্ডিগড়ের মাল্লানপুরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাঞ্জাব কিংসের ব্যাটাররা।

টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত ১৪.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় বলিউড কুইন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। ফলে ফাইনালে উঠতে হলে মাত্র ১০২ রান করতে হবে বিরাট কোহলির দলকে।

টস জিতে পাঞ্জাবের অধিনায়ক স্রেয়াশ আয়ারকে ব্যাট করার আমন্ত্রণ জানান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ওপেনার প্রিয়ানশ আরিয়া ৭ রান করে আউট হন। ১৮ রান করেন প্রাবশিরাম সিং।

এরপর জস ইংলিস ৪ রানে, স্রেয়াশ আয়ার ২ রানে এবং নেহাল ওয়াধেরা আউট হন ৮ রান করে। সবার চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিলেন, মার্কাস স্টোইনিজ। ১৭ বলে ২৬ রান করেন তিনি। শশাঙ্ক সিং ৩ রানে এবং মুশির খান আউট হন কোনো রান না করেই। আজমতউল্লাহ ওমরজাই আউট হন ১৮ রান করে। হারপ্রিত ব্রার আউট হন ৪ রান করে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জস হ্যাজলউড এবং সুইয়াশ শর্মা নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন জস দয়াল। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং রোমারিও শেফার্ড।

আইএইচএস/

Read Entire Article