ফাইনালে চট্টগ্রাম কিংসের রানের পাহাড়
বিপিএল ২০২৫-এর ফাইনালে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে রানের পাহাড় তুলেছে চট্টগ্রাম কিংস। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে মোহাম্মদ মিঠুনের দল। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফায়।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে চট্টগ্রাম কিংস। ওপেনিং জুটিতে ১২১ রান যোগ করেন ইমন ও নাফায়। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে ইবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন নাফায়। অন্যদিকে, ইমন ৪৯ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার।
শেষদিকে গ্রাহাম ক্লার্ক মাত্র ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তবে ইনিংসের শেষ ওভারে রান আউট হয়ে ফেরেন এই ইংলিশ ব্যাটার। শেষদিকে শামীম হোসেন ২ রান করে বিদায় নেন, আর হুসেইন তালাত শূন্য রানে অপরাজিত থাকেন।
ফরচুন বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আলী, ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট। এছাড়া ইবাদত হোসেন ৩৫ রান খরচায় পান ১ উইকেট। তবে অন্যান্য বোলাররা ছিলেন বেশ খরুচে। তানভীর ইসলাম ২ ওভারে ৪০ রান দেন, রিশাদ হোসেন ২ ওভারে ২৬ রান খরচ করেন, কাইল মেয়ার্স ও মোহাম্মদ নবী উইকেটশূন্য থাকেন।
ফরচুন বরিশালের সামনে এখন ১৯৫ রানের বিশাল লক্ষ্য। অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমদের উপর থাকবে দলের ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব। বিপিএল ২০২৫-এর শিরোপার লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।