ফাইনালে যেতে ভারতের সামনে চ্যালেঞ্জিং স্কোর
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৬৪ রানে অলআউট হয়েছে। দলের হয়ে অধিনায়ক স্টিভ স্মিথ সর্বোচ্চ ৭৩ রান করেন, অন্যদিকে অ্যালেক্স কেরি খেলেন ঝোড়ো ৬১ রানের ইনিংস। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নেন।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। মাত্র ৪ রানের মাথায় কুপার কনোলি (০) মোহাম্মদ শামির শিকার হন। এরপর ট্রাভিস হেড (৩৯) কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও দ্রুত বিদায় নেন। তবে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। স্মিথ ৯৬ বলে ৭৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার ও ১টি ছয়।
অ্যালেক্স কেরি পরে ৫৭ বলে ৬১ রানের কার্যকর ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৮টি চার ও ১টি ছয়। কিন্তু শেষদিকে দ্রুত উইকেট হারানোর ফলে ৫০ ওভার পর্যন্ত যেতে পারেনি অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে মোহাম্মদ শামি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার সঙ্গে স্পিনার রবীন্দ্র জাদেজা (২/৪০) ও বরুণ চক্রবর্তী (২/৪৯) কার্যকর ভূমিকা রাখেন। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবও উইকেট শিকার করেন।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ভারত, যেখানে তাদের ব্যাটিং লাইনআপে রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের মতো তারকারা। এখন দেখার বিষয়, ভারতীয় ব্যাটসম্যানরা এই লক্ষ্য তাড়া করতে পারেন কি না।