গ্র্যান্ড স্লামের ক্যালেন্ডারে শুক্রবার পুরুষ একেকের সেমিফাইনালের নাম থাকলেও, আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারি জানে এটাই আসল ফাইনাল। একদিকে নোভাক জোকোভিচ, ২৪ গ্র্যান্ড স্লামের সম্রাট। ইতিহাসের পাতায় নাম খোদাই করা এক কিংবদন্তি, স্বপ্ন তার ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের।
অন্যদিকে কার্লোস আলকারাজ তারুণ্যের আগুনে গড়া টেনিসের নতুন রাজপুত্র, যে প্রতিটি ম্যাচে ঘোষণা দিচ্ছে, ভবিষ্যৎ এখন তার। এ লড়াই... বিস্তারিত