ফাইনালের জন্য জিমি নিশামকে উড়িয়ে আনলো বরিশাল

2 days ago 8

চিটাগং কিংসের কাছে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হতো। সেক্ষেত্রে হয়তো ওই ম্যাচেই ফরচুন বরিশালের একাদশে দেখা যেতো জিমি নিশামকে। মঙ্গলবার সকালে যিনি বরিশাল শিবিরে যোগ দিচ্ছেন।

তবে নিশামের আর কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। চিটাগংকে হারিয়ে যে এক চান্সেই সরাসরি ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। কিউই অলরাউন্ডার জিমি নিশাম ফাইনালে খেলবেন দলটির হয়ে।

হার্ড-হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

ফরচুন বরিশাল স্কোয়াডে আগে থেকেই বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। নিশামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং-বোলিং গভীরতা নিঃসন্দেহে আরও বাড়াবে।

এমএমআর/জেআইএম

Read Entire Article