সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি

3 hours ago 5

মো. বাদিউল কবীরকে সভাপতি ও নিজাম উদ্দিন আহমেদকে মহাসচিব করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় প্রেস ক্লাবে পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে ১১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী কমিটিতে মো. তৈহীদুর রহমান সিনিয়র সহ-সভাপতি; মোহাম্মদ শাহীন গোলাম রব্বানী, মো. মানজার হোসেন, মো. সোহরাব হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল কাদের, জিল্লুর রহমান (রাশেদ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচিতদের মধ্যে রয়েছেন- মো. নুরুজ্জামাল সিনিয়র যুগ্ম মহাসচিব; মোহাম্মদ রুহুল আমিন, মো. আবুল কালাম আজাদ, মো. বাবুল আক্তার, মিজানুর রহমান (শিবলু), মো. সোহেল রানা যুগ্ম-মহাসচিব; মো. বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক; মো. জিয়াউর রহমান, আরিফুল ইসলাম, আবু বক্কর (সুমন), মো. ফিরোজ কবীর, মো. আলী রেজা, মোহাম্মদ রহমতুল্ল্যাহ বাবু, মো. সাহেব আলী সহ-সাংগঠনিক সম্পাদক।

মোহাম্মদ কামরুল আহসান অর্থ সম্পাদক; মো. মতিউর রহমান ও মো. নুরুল আলম সহ-অর্থ সম্পাদক; মো. আব্দুস সবুর দপ্তর সম্পাদক; মো. আশরাফুল ইসলাম ও মো. বায়জিদ হাসান সহ-দপ্তর সম্পাদক; সুমন মিজানুর রহমান প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১১৫ জন নির্বাচিত হয়েছেন।

সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরের সভাপতিত্বে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম কাউন্সিল উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

আরএমএম/ইএ/এএসএম

Read Entire Article