ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

ফাইনাল মানেই জয়—এই সমীকরণটা যেন হ্যান্সি ফ্লিকের জন্য লিখেই রাখা। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত যে সাতটি ফাইনালে কোচ হিসেবে নেতৃত্ব দিয়েছেন, প্রতিটিতেই জয়ের হাসি হেসেছেন এই জার্মান মাস্টারমাইন্ড। হ্যান্সি ফ্লিক এবার দাঁড়িয়ে আছেন নিজের অষ্টম ফাইনালের দোরগোড়ায়—আর পরিসংখ্যান নিঃসন্দেহে তার পক্ষেই কথা বলছে। ২০১৯ সালের নভেম্বরে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেন ফ্লিক। ফাইনালের সঙ্গে তার ‘প্রেমকাহিনি’ শুরু হয় ২০২০ সালের ৪ জুলাই, কোভিড–বিধ্বস্ত ফুটবল ক্যালেন্ডারের মাঝেই। সেবার জার্মান কাপের ফাইনালে বায়ার্ন ৪–২ গোলে জিতে তুলে নেয় শিরোপা। মাত্র এক মাস পরই আসে ইউরোপের সবচেয়ে বড় মুকুট—চ্যাম্পিয়ন্স লিগ। ২০২০ সালের সেই চ্যাম্পিয়ন্স লিগেই ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচে লিসবনে কোয়ার্টার ফাইনালে বার্সাকে ৮–২ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। পরে ফাইনালে পিএসজিকে ১–০ ব্যবধানে হারিয়ে ট্রফি জেতেন ফ্লিক। একই বছরের সেপ্টেম্বর মাসে সেভিয়াকে হারিয়ে জেতেন ইউয়েফা সুপার কাপ, এক সপ্তাহ পর বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ—২০২০ শেষ হওয়ার আগেই চারটি ফাইনাল, চারটি শিরোপা। ২০২১ সালের

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

ফাইনাল মানেই জয়—এই সমীকরণটা যেন হ্যান্সি ফ্লিকের জন্য লিখেই রাখা। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত যে সাতটি ফাইনালে কোচ হিসেবে নেতৃত্ব দিয়েছেন, প্রতিটিতেই জয়ের হাসি হেসেছেন এই জার্মান মাস্টারমাইন্ড। হ্যান্সি ফ্লিক এবার দাঁড়িয়ে আছেন নিজের অষ্টম ফাইনালের দোরগোড়ায়—আর পরিসংখ্যান নিঃসন্দেহে তার পক্ষেই কথা বলছে।

২০১৯ সালের নভেম্বরে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেন ফ্লিক। ফাইনালের সঙ্গে তার ‘প্রেমকাহিনি’ শুরু হয় ২০২০ সালের ৪ জুলাই, কোভিড–বিধ্বস্ত ফুটবল ক্যালেন্ডারের মাঝেই। সেবার জার্মান কাপের ফাইনালে বায়ার্ন ৪–২ গোলে জিতে তুলে নেয় শিরোপা। মাত্র এক মাস পরই আসে ইউরোপের সবচেয়ে বড় মুকুট—চ্যাম্পিয়ন্স লিগ।

২০২০ সালের সেই চ্যাম্পিয়ন্স লিগেই ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচে লিসবনে কোয়ার্টার ফাইনালে বার্সাকে ৮–২ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। পরে ফাইনালে পিএসজিকে ১–০ ব্যবধানে হারিয়ে ট্রফি জেতেন ফ্লিক। একই বছরের সেপ্টেম্বর মাসে সেভিয়াকে হারিয়ে জেতেন ইউয়েফা সুপার কাপ, এক সপ্তাহ পর বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ—২০২০ শেষ হওয়ার আগেই চারটি ফাইনাল, চারটি শিরোপা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্লাব বিশ্বকাপ জিতে বায়ার্ন অধ্যায় শেষ করেন ফ্লিক। এরপর সময় বদলেছে, দল বদলেছে—কিন্তু ফাইনালের ফল বদলায়নি।

২০২৪ সালের গ্রীষ্মে বার্সার দায়িত্ব নেওয়ার পরও একই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। বার্সেলোনার কোচ হিসেবে তাঁর প্রথম ফাইনালই ছিল স্প্যানিশ সুপার কাপ—প্রতিপক্ষ আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ৫–২ গোলের দুর্দান্ত জয়ে ট্রফি ঘরে তোলে কাতালানরা।

এরপর ২০২৫ সালের ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনাল—আবারও প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, আবারও নাটকীয় জয়। অতিরিক্ত সময়ে ৩–২ ব্যবধানে জিতে ফ্লিক নিজের সপ্তম ফাইনালেও অপরাজিত থাকেন।

এবার অবশ্য একটি নতুন মাত্রা যোগ হচ্ছে। প্রথমবারের মতো একই প্রতিযোগিতার ফাইনালে দ্বিতীয়বার কোচিং করাতে যাচ্ছেন ফ্লিক। রোববার সৌদি আরবে সুপার কাপের ফাইনালে আবার মুখোমুখি রিয়াল–বার্সা। প্রশ্ন একটাই—ফাইনালের রাজা কি নিজের অষ্টম মুকুটও মাথায় তুলবেন?

পরিসংখ্যান, ইতিহাস আর মানসিক দৃঢ়তা—সবই বলছে, ফ্লিকের বিপক্ষে ফাইনালে দাঁড়ানো মানে পাহাড় ডিঙানোর চেষ্টা করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow