ফারহানের উইকেট নিয়েই তাসকিনের ‘সেঞ্চুরি’
তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালে সাহিবজাদা ফারহানের উইকেট শিকার করে এ মাইলফলকে পৌঁছান তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে এত দিন বাংলাদেশের হয়ে ১০০ কিংবা তার চেয়ে বেশি উইকেট শিকারি ছিলেন মাত্র দুজন—সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
তবে ভারতের বিপক্ষে আবার সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। বাংলাদেশের হয়ে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫০ উইকেট শিকারি বোলার হলেন মোস্তাফিজ।
আজ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেই সাকিব-মোস্তাফিজদের সঙ্গে তিন অঙ্কে নাম লেখান তাসকিন আহমেদ। যদিও সংখ্যার দিক থেকে তাদের দুজনের চেয়ে অনেক পিছিয়ে। তবে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করেই টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরি পূরণ করেন এই পেসার।
৮২তম ম্যাচে এসে ১০০তম উইকেট নিলেন তাসকিন। ক্যারিয়ারে এখনো একবারও ৫ উইকেট পাননি তাসকিন। তিনবার পেয়েছেন ৪টি করে উইকেট। সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট।
তবে তাসকিনের পর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পরবর্তী বোলারের জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। কারণ, ৬২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে শরিফুলের উইকেট রয়েছে ৫৮টি।