ফারহানের উইকেট নিয়েই তাসকিনের ‘সেঞ্চুরি’

2 hours ago 4
তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালে সাহিবজাদা ফারহানের উইকেট শিকার করে এ মাইলফলকে পৌঁছান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে এত দিন বাংলাদেশের হয়ে ১০০ কিংবা তার চেয়ে বেশি উইকেট শিকারি ছিলেন মাত্র দুজন—সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে ভারতের বিপক্ষে আবার সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। বাংলাদেশের হয়ে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫০ উইকেট শিকারি বোলার হলেন মোস্তাফিজ। আজ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেই সাকিব-মোস্তাফিজদের সঙ্গে তিন অঙ্কে নাম লেখান তাসকিন আহমেদ। যদিও সংখ্যার দিক থেকে তাদের দুজনের চেয়ে অনেক পিছিয়ে। তবে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করেই টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরি পূরণ করেন এই পেসার। ৮২তম ম্যাচে এসে ১০০তম উইকেট নিলেন তাসকিন। ক্যারিয়ারে এখনো একবারও ৫ উইকেট পাননি তাসকিন। তিনবার পেয়েছেন ৪টি করে উইকেট। সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। তবে তাসকিনের পর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পরবর্তী বোলারের জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। কারণ, ৬২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে শরিফুলের উইকেট রয়েছে ৫৮টি।
Read Entire Article