আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে সম্প্রতি একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে নানা প্রশ্ন ওঠার পাশাপাশি তার গ্রেফতারির পেছনের প্রক্রিয়া নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক আশফাক নিপুন এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।’
নিপুন আরও বলেন, ‘হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, সেই অভিনেত্রীকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনরকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করতে হবে।’
এর আগে, নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও সাংস্কৃতিক মহলে ন্যায়পরায়ণ বিচার এবং সুষ্ঠু প্রক্রিয়ার দাবি জোরালো হয়েছে।

5 months ago
83









English (US) ·