ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
মোস্তফা সরয়ার ফারুকী আপাতত শঙ্কামুক্ত এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে, চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত।
নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন : অবৈধ অভিবাসন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
এর আগে কক্সবাজারে সরকারি সফরে থাকার সময় হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে ঢাকায় আনা হয়।