ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মো. খায়রুল হাসান 

3 months ago 7

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মো. খায়রুল হাসান। 

এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিংসহ বিভিন্ন ডিভিশন এবং শাখায় ১৩ বছরের অধিক সময় কাজ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর মো. খায়রুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাউথ এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ চ্যাপ্টারসহ কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। 

মো. খায়রুল হাসান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস থেকে এমবিএ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (মাস্টার্স) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি বিশ্বব্যাপী ইসলামী অর্থায়ন শিল্পের মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান বাহরাইনভিত্তিক ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স’ (আওফি) থেকে ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর’ (সিএসএএ) ফেলোশিপ অর্জন করেন। 

দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ‘ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট’ খায়রুল হাসান ইসলামী ব্যাংকিং ডিপ্লোমাসহ বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। চাকুরির পাশাপাশি তিনি ইসলামী অর্থনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর একজন নিয়মিত লেখক। করপোরেট রাইটিংসহ তার লেখা বেশ কয়েকটি বই ইতোমধ্যে পাঠকমহলে সমাদৃত হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা জেলার সাঁথিয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Read Entire Article