ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬ কর্মকর্তাকে দুদকে তলব

3 weeks ago 11

সাত হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের সংশ্লিষ্টতার অভিযোগে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ১৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার দুদকের একজন উপপরিচালক কর্তৃক পাঠানো এক চিঠিতে তাদের তলব করা হয়েছে। দুদকের সদর দপ্তর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ওই চিঠিটি পাঠানো হয়। চিঠিতে আগামী ৮, ৯, ১০ ও ১১ ডিসেম্বর চার দফায় ওই ১৬ কর্মকর্তাকে দুদকে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়।

চিঠিতে বলা হয়েছে, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল-জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ভুয়া কাগজপত্র ও দলিলাদি তৈরি করে নাবিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের নামে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে দুদকে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দিতে ব্যর্থ হলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে ধরে নেবে দুদক।

যে ১৬ কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাসুদুর রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবদুল আজিজ, বিনিয়োগ বিভাগের ভিপি মোহাম্মদ মোস্তফা শরীফ, পিও সোহেল রানা, এভিপি মো. আল আমিন, বিনিয়োগ প্রশাসন বিভাগের পিও মো. হারুনুর রশিদ, এসএভিপি কাজী মনোয়ার হোসেন, বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান সৈয়দ আনিসুর রহমান, ব্যাংকটির আন্তর্জাতিক বিভাগের প্রধান এসএম আজহারুল ইসলাম, বিনিয়োগ বিভাগের প্রধান মো. আলমগীর হোসেন, বনানী শাখার ব্যবস্থাপক মো. তহুরুল হক, ব্যবস্থাপক (অপারেশন) মাছুবুর রহমান, বিনিয়োগ বিভাগের ইনচার্জ মো. আরিফুল আলম, ফরেন অ্যান্ড ট্রেড বিভাগের ইনচার্জ সাদিয়া শারমিন ও বিনিয়োগ বিভাগের পিও মিজানুর রহমান।

Read Entire Article