ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেফতার

3 weeks ago 18

লঙ্কা টি-টেনে গল মার্ভেলসের হয়ে দারুণ শুরু করেছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সের উপর ভর করেই জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে টাইগার অলরাউন্ডার পেলেন দারুণ অস্বস্তির খবর। ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন তার ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রেম ঠাকুরকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেফতার

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বরর) গল মার্ভেলসের বিপক্ষে খেলা ছিল বাংলা টাইগার্সের। বৃষ্টির কারণে হাম্বানটোটায় হতে যাওয়া ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ওইদিন হাম্বানটোটা থেকেই প্রেম ঠাকুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আজ শুক্রবার তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে চারদিনের রিমান্ড দেয় আদালত। আগামী ১৬ ডিসেম্বর প্রেম ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

এমএইচ/জিকেএস

Read Entire Article