ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ ৪৪তম
নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও আলাদা র্যাংকিং প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার ফুটসালের সবশেষ র্যাংকিং প্রকাশ করেছে তারা। যেখানে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। বাংলাদেশ রয়েছে ৪৪তম অবস্থানে।
সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা পাচ্ছে ফুটসাল। বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে কুড়িয়েছে সুনাম। বাংলাদেশেও জোর দেওয়া হচ্ছে ফুটসালে। প্রথমবারের মতো গঠিত হয়েছে পুরুষ ফুটসাল দল যেখানে ইরান থেকে কোচ এনেছে ফেডারেশন। আন্তর্জাতিক ফুটসালে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় এখনও ফিফা র্যাংকিংয়ের বাইরে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল।
সদ্য প্রকাশিত ফুটসাল র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ৪৪তম অবস্থানে বাংলাদেশ নারী ফুটসাল দল। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮৭তম।
২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সে টুর্নামেন্টে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশগ্রহণ।
ফুটসালের নতুন র্যাংকিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলের পর রয়েছে স্পেন। তিনে অবস্থান পর্তুগালের। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে থাইল্যান্ড ও জাপান। ছয়ে অবস্থান আর্জেন্টিনার। সেরা দশের বাকি দল গুলো হলো ইতালি (৭), কলম্বিয়া (৮), ইরান (৯) ও রাশিয়া (১০)।