ফিরতে শুরু করেনি মানুষ, ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

2 months ago 53

লম্বা ছুটি কাটিয়ে ঈদ পরবর্তীতে এখনো ঘরমুখো মানুষেরা এখনো ফিরতে শুরু করেনি। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ কম রয়েছে।

মঙ্গলবার (১০ জুন) মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপস্থিত নেই। যার কারণে টিকিট কাউন্টারে কর্মরত ব্যক্তিরা অলস সময় পার করছেন।

ফিরতে শুরু করেনি মানুষ, ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ডে কয়েকজন টিকিট বিক্রেতা বলেন, এখানকার অধিকাংশ গার্মেন্টস কারখানা ৯-১০ দিন করে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই আগামীকাল বুধবার (১১ জুন) থেকে মানুষেরা ফিরতে শুরু করবে।

এ বিষয়ের বক্তব্যের জন্য শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, আমি ছুটিতে রয়েছি। তবে সবসময়ই মহাসড়কের খোঁজখবর রাখছি।

মো. আকাশ/এমএন/জেআইএম

Read Entire Article