ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: শায়খ সুদাইস

9 hours ago 3

মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইস জুমার খুতবায় ফিলিস্তিনসহ সারা পৃথিবীতে মুসলমানদের স্বার্থরক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল (২৯ আগস্ট) মসজিদুল হারামের জুমার খুতবায় শায়খ সুদাইস এ আহ্বান জানান।

খুতবায় শায়খ আস-সুদাইস বলেন, মুসলমানদের স্বার্থের মধ্যে সর্বাগ্রে রয়েছে ফিলিস্তিনের ইস্যু। এটি মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যার রয়েছে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব। সুতরাং তাদের সমর্থনে সচেষ্ট হওয়া এবং এ উদ্দেশ্যে সম্ভাব্য সব উপায় অবলম্বন করা আমাদের সবার ওপর আবশ্যক।

ফিলিস্তিনে চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বাস্তুচ্যুতি ও অবরোধের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া জরুরি। এগুলো এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। মুসলমানদের উচিত সরকারি ও বিশ্বস্ত চ্যানেলের মাধ্যমে ত্রাণ প্রদান করা যেন ফিলিস্তিনিদের ক্ষুধা নিবারণ হয় এবং দুঃখ-কষ্ট লাঘব হয়।

শায়খ আব্দুর রহমান আস-সুদাইস মুসলমানদের ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি দোয়া করতে এবং একে অপরকে এ ব্যাপারে সচেতন করতে আহ্বান জানিয়ে বলেন, যে ব্যক্তি মুসলমানদের দুঃখ-দুর্দশায় উদ্বিগ্ন হয় না, সে মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত নয়।

ওএফএফ/এএসএম

Read Entire Article