ফিলিস্তিনকে স্বীকৃতি, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা কি গেল?

3 hours ago 2

জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল সোমবার ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। তবে বিশ্লেষকরা এই পদক্ষেপকে প্রতীকী বলছেন, যার তাৎক্ষণিক কোনো বড় প্রভাব দেখা যাবে না। খবর শাফাক নিউজের।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ রিচার্ড গওয়ান জানান, যদি এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে এরপর ইসরায়েলের ওপর গাজার অবরোধ তুলে নিতে চাপ দেয়, তাহলে এটির গুরুত্ব বাড়বে।

জাতিসংঘের শীর্ষ সম্মেলনে সৌদি আরব ও ফ্রান্স দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা করবে। ফরাসি প্রেসিডেন্সি জানিয়েছে, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, পর্তুগালসহ মোট দশটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে।

অন্যদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিডিও কলের মাধ্যমে জাতিসংঘে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যদিও আমেরিকা তার ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই অধিবেশনে ভাষণ দেবেন। তিনি ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির বিরোধী।

জাতিসংঘ সাধারণ অধিবেশন ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে।

Read Entire Article