রাকসু নির্বাচনের তারিখ নিয়ে অনড় ছাত্রশিবির

10 hours ago 2
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নির্ধারিত তারিখেই (২৫ সেপ্টেম্বর) আয়োজনের দাবি জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি জানান তিনি। এর আগে নির্বাচন কমিশনকে ছাত্রশিবিরের প্যানেলের পক্ষ থেকে ৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। চার দফা দাবিগুলো হলো— ১. রাকসু নির্বাচন অবশ্যই যথাসময়ে করতে হবে। ২. দলীয় প্রভাব ও অপচেষ্টা থেকে সরে এসে কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। ৩. কোনোভাবেই তারিখ পেছানো যাবে না; সবার সঙ্গে সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করতে হবে। ৪. নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, সুষ্ঠু ভোটগ্রহণ ও গণনা নিশ্চিত করতে হবে। একই দিনে ফলাফলও ঘোষণা করতে হবে। পরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। প্রার্থী ও শিক্ষার্থীরা এ নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছে। অনেকে পরীক্ষার পাশাপাশি প্রচারণাও চালিয়েছে। এখন যদি নির্ধারিত তারিখে নির্বাচন না হয়, তবে সেই আমেজ নষ্ট হয়ে যাবে। আমাদের বোল্ড স্টেটমেন্ট— ২৫ তারিখের নির্বাচন, ২৫ তারিখেই চাই। তিনি আরও বলেন, অনেক প্যানেলের প্রার্থীরাও চান সময়মতো নির্বাচন হোক। অন্যথায় সবার আস্থা হারিয়ে যাবে। ২৫ তারিখে ভোট কতটা অংশগ্রহণমূলক হবে এমন প্রশ্নে ভিপি প্রার্থী বলেন, শিক্ষার্থীদের ধরে রাখার দায়িত্ব প্রশাসনের। কিন্তু প্রশাসন এখনো স্পষ্ট ঘোষণা না দেওয়ায় অনেকে দুলাচলে পড়ে বাসায় চলে যাচ্ছেন। যদি প্রশাসন সাহসী ঘোষণা দেয়, শিক্ষার্থীরা সেক্রিফাইস করে ক্যাম্পাসে থাকবে। তখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
Read Entire Article