জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে : নীরব

3 hours ago 6
জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেছেন, ‘আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ষড়যন্ত্রই আর টিকবে না।’ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায়  সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে নীরব এ কথা বলেন।  তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’  নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন, ‘আপনারা মানুষের সাথে বসুন, তাদের সমস্যার কথা শুনুন; তাদের বুঝান, কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে, তারা নিজেদের স্বার্থে সেটা করে, জনগণের কল্যাণে নয়।’ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজিব ও থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু। কর্মসূচিতে দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Read Entire Article