ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশী আলেমদের কোটি টাকার সহায়তা

6 hours ago 6

প্রায় এক কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি আলেমদের সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। মিশরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে, গাজায় ও খান ইউনিসে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

গত ১৯ শে নভেম্বর মিশরে পৌঁছেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, মুফতী তাওহিদুল ইসলাম, এবং স্বাস্থ্য বিষয়ক সহ পরিচালক মাওলানা ইমরান নাফিস।

সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ বলেন, ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বায়ান্ন হাজার মানুষ মিশরে আশ্রয় নিয়েছেন। আমরা এর আগেও সীমিত পরিসরে তাদের জরুরি সহায়তা দিয়েছি।

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশী আলেমদের কোটি টাকার সহায়তা

ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশি আলেমরা

নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমাদের এই সহায়তা নতুন নয়। ইতোমধ্যেই আমরা মিশরের ‘রেট ক্রিসেন্ট হাসপাতাল’ এবং ‘মাহাদ নাসির হাসপাতালে’ পঞ্চাশ জন রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছি। এবার আরেকটু বিস্তৃত পরিসরে সহায়তা দিতে মিশর সফরে এসেছি। এই সফরে আমরা নগদ অর্থ বিতরণের পাশাপাশি ফিলিস্তিনের দুইশ পরিবারকে সাড়ে উনিশ লাখ টাকার সহায়তা প্রদান করছি। পাশাপাশি আহত ও রোগীদের পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তা, আল আজহারের ফিলিস্তিনি শিক্ষার্থীদের তিন লাখ টাকা, দারিদ্র বিমোচনে আড়াই লাখ টাকার সহায়তা দিচ্ছি। এছাড়াও খান ইউনিসে বিশ লাখ টাকার এবং মিশরের শরণার্থী শিবিরে পাঁচ লাখ টাকার খাবার ও পানি বিতরণ করছি এবং পাঁচ লাখ টাকা ব্যয়ে শীতবস্ত্র বিতরণ করছি আলহামদুলিল্লাহ।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (টিম এইচ সি এস বি) সরকারি নিবন্ধনভুক্ত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সেবা সংস্থা। দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।

ওএফএফ/এমএস

Read Entire Article