ফিল্ম এন্ড মিডিয়া ইউনিটি কুষ্টিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন

2 months ago 70

‘ছায়া বাণী গল্পে স্বপ্ন বুনি ঐক্যে’ - এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ইউটিউব কন্টেন ক্রিয়েটর ও ভিজুয়াল মিডিয়া শিল্পের সব সদস্যদের একত্রিত করে গঠিত হলো ফিল্ম এন্ড মিডিয়া ইউনিটি কুষ্টিয়া (ফেমাক) এর পূর্ণাঙ্গ কমিটি।

সোমবার (২ জুন) বিকেল ৫টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার, নাট্যকার ও অভিনেতা আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌফিক ডলার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার কালচারাল অফিসার সুজন রহমান। উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন সোহান হাওলাদার এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক আলোচনা করেন সোহেল রানা চঞ্চল। এ ছাড়া রাসেল, রোহান রাব্বিসহ আলোচনা সভায় উপস্থিত সদস্যরা ফেমাকের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতবিনিময় করেন এবং কুষ্টিয়া জেলার ৭টি থানার প্রতিনিধিদের সমন্বয়ে ২৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি: আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক: সোহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক: তৌফিক ডলার, নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক সম্পাদক: সোহেল রানা চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুর রহমান রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: রোহান রাব্বিসহ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সোহেল মন্ডল, রফিকুল ইসলাম সবুজ, মুক্ত মোজাহিদ, জাহিদ হাসান শোভন, তুহিন জোয়ার্দার, রুমন মাহমুদ, সুলতানা চুমকি, রুমা খাতুন, তারেক আজিজ, মুস্তাফিজ কানন,রিতু, পারভেজ, অরিন, সাবিনা।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নাট্যব্যক্তিত্ব, মিডিয়া কর্মী, কন্টেন্ট ক্রিয়েটরসহ সংগঠনের নবনির্বাচিত ও সাধারণ সদস্যরা।

আয়োজকরা জানান, এই কমিটি ভবিষ্যতে কুষ্টিয়ায় চলচ্চিত্র, নাটক ও মিডিয়া শিল্পের মানোন্নয়ন, স্থানীয় শিল্পীদের সুযোগ সৃষ্টি এবং সৃজনশীল কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করবে।

সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম বলেন, এটি শুধু একটি কমিটি নয়, বরং আমাদের স্বপ্নগুলো একত্রিত করে বাস্তব রূপ দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই ঐক্যের মধ্য দিয়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত সবাই।

Read Entire Article