অন্যান্য দিনের মতো ব্যস্ত রেস্তোরাঁয় হাঁড়িতে স্যুপ ফুটছে, অধীর অপেক্ষায় ভোজনরসিকরা। একটু পরেই সব টেবিলে পরিবেশন করা হবে গরম গরম স্যুপ। এমন সময়, নেশায় বুঁদ হয়ে দুই কিশোর ঘটিয়ে বসে এক ন্যাক্কারজনক কাণ্ড, গোপনে গিয়ে তারা প্রস্রাব করে দেয় এক এক হাঁড়ি স্যুপে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে এমন ঘটনা ঘটে চীনের সবচেয়ে বড় হটপট চেইন হাইদিলাওয়ের সাংহাই শাখায়। এদিকে, স্যুপের হাঁড়িতে প্রস্রাব করেই ক্ষান্ত... বিস্তারিত