ফুটপাত দখলমুক্ত করল যৌথবাহিনী

2 months ago 31
কুষ্টিয়া শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের মজমপুর রেলগেট ও এনএসরোড এলাকায় অভিযান চালায় তারা। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের দুই ধারে নির্মাণাধীন দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  সম্প্রতি ব্যস্ততম সড়কের দুপাশে ফুটপাতে কয়েকশ অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এতে জনসাধারণের দুর্ভোগের পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হয়। নাগরিক সুবিধার কথা বিবেচনা করে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে মঙ্গলবার সকালে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়।   যৌথবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবমহল। ব্যবসায়ী এসএম কাদেরী সবু জানান, কুষ্টিয়া একমুখী শহর। ব্যস্ততম এনএস রোডের দুই ধারে ফুটপাত দখল করে অসংখ্য অস্থায়ী দোকান গড়ে উঠেছে। তা ছাড়া অনেক দোকান মালিক তাদের প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে ব্যবসা করছে। বিষয়টি দুঃখজনক। তবে দেরিতে হলেও যৌথবাহিনীর এ অভিযানকে সাধুবাদ জানান তিনি। কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী বুলবুল জানান, ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার সকাল থেকেই অভিযান চালায় যৌথবাহিনী। তাতে সহযোগিতা করে কুষ্টিয়া পৌরসভা। ফলপ্রসূ অভিযানে কয়েকশ স্থাপনা উচ্ছেদ করা হয়।  কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু জানান, কুষ্টিয়া শহর অত্যন্ত ব্যস্ততম। তাতে ফুটপাত দখল করে ব্যবসা করেছে অনেকেই। ইতোপূর্বে কুষ্টিয়া পৌরসভা নামমাত্র অভিযান চালালেও তাতে কোনো ফল আসেনি। তবে যৌথবাহিনীর বড়সড় অভিযানে কার্যকর ফল এসেছে বলে দাবি করেন তিনি।  অভিযানে নেতৃত্বদানকারী কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। শহরকে নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Read Entire Article