ফুটপাতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

3 months ago 27

রাজধানীর আরামবাগে ফুটপাত থেকে জয়দুল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে আরামবাগ আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত দেড়টার দিকে তারা ওই এলাকায় যান। সেখানে আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছেন ওই বৃদ্ধ ভিক্ষা করতেন। ওই এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বৃদ্ধ জয়দুল রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ এলাকার হযরত আলীর সন্তান।

কাজী আল-আমিন/ইএ/এএসএম

Read Entire Article