ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ

2 weeks ago 13

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত থেকে এক ছেলে নবজাতকের (আনুমানিক একদিন বয়সী) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহিদুল বলেন, খবর পেয়ে সকালের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করি। সেসময় ওই ব্যাগ দুই-তিনটি কুকুর টানা হেঁচড়া করছিল। এরপর আমরা সেটি উদ্ধার করে পলিথিন ব্যাগের ভেতরে এক ছেলে নবজাতকের মরদেহ দেখতে পাই। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারণা ওই নবজাতককে কে বা কারা ফুটপাতে ফেলে রেখে গেছেন। বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস

Read Entire Article