কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের গাইন হাঁটি ও পঞ্চবটী গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ সংঘর্ষে লিপ্ত হয়।
দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেলর আঘাতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়।
ঘটনার খবর পেয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন ও সেনাবাহিনীর ক্যাপটেন রায়হানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে শহরের পঞ্চবটী কাঠেরপুল এলাকায় বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে মারামারি হয়। ওই মারামারি সালিশি দরবারে মীমাংসা হয়। মীমাংসার পর গত তিনদিন আগে গাইন হাঁটির যুবকরা ভৈরব বাজারে পঞ্চবটী গ্রামের ৩ যুবককে মারধর করেন। এ ঘটনা মীমাংসার জন্য শনিবার সকাল ১০টায় সালিশ বসার কথা ছিল। কিন্তু সকালে গাইন হাঁটির লোকজন এলাকায় এক মুরুব্বি মৃত্যুর দোহাই দিয়ে সালিশি দরবার পরে হবে জানান অপর পক্ষকে।
এর ঘণ্টাখানেক পর গাইন হাটির লোকজন কাঠেরপুল এলাকায় পঞ্চবটীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া চলে দীর্ঘক্ষণ। এসময় কাঠেরপুল এলাকার ১০-১২টি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এমনটি দাবি করেন পঞ্চবটী গ্রামের লোকজন।
অপর দিকে গাইন হাঁটির লোকজন বলছে খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনায় তাদের পক্ষের ১৫ জনের অধিক লোকজন আহত হন।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন কালবেলাকে জানান, খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী নিয়ে ঘটনা ঘটেছে তা এখনো জানেন না তিনি। তদন্ত করে আইনগত ব্যবস্থার কথা জানান ওসি।