ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

3 months ago 9

ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবোতে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাইফুল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ পুলিশ সদস্যসহ ২০ জন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বেলাবো উপজেলায় চর বেলাব ও বেলাবো গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার বিকেলে বেলাবো মাটিয়াল পাড়া ও চর বেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা হয়। এসময় দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলে শেষে ফেরার সময় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাবো গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল।

খবর পেয়ে বেলাবো থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি করে পুলিশ। দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বেলাবো হাসপাতালের চিকিৎসক ডা. মনজুর-ই-মুশাফকা ফেরদৌস বলেন, সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত যারা এসেছেন তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

সঞ্জিত সাহা/জেডএইচ/জিকেএস

Read Entire Article