‘ফুল গাছের জন্য মেয়েটি এমন করবে ভাবিনি’

2 months ago 30

পটুয়াখালীর মহিপুরে ফুল গাছ কেটে ফেলায় মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া বিথী নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজ-শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া বিথী স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে এবং একটি হাফেজি মাদরাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বাড়ির আঙিনা পরিষ্কার করতে গিয়ে বিথীর মা হালিমা বেগম কয়েকটি ফুল গাছের চারা কেটে ফেলায় মায়ের ওপর অভিমান করে কান্নাকাটি শুরু করে বিথী। মা নতুন করে ফুল গাছ লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও তার অভিমান ভাঙেনি। সে পরিবারের অজান্তে ঘরের মাচায় গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

কোথাও না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বিথীর মা মাচায় গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে বিথীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

বিথীর মা হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সামান্য ফুল গাছের জন্য মেয়েটি এমন করবে তা কখনোই ভাবিনি। বলেছিলাম ওকে নতুন করে গাছ লাগিয়ে দেব। কিন্তু আমার কথা শুনলো না। ভীষণ অভিমান নিয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গেল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article