কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিরল প্রজাতির একটি চার পা-ওয়ালা কানি বকের সন্ধান পাওয়া গেছে। বকটির দুটি পা স্বাভাবিক হলেও অতিরিক্ত দুইটি পায়ের আকৃতি তুলনামূলকভাবে ছোট। ব্যতিক্রমী এই বকটিকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় লেগে আছে।
এই ব্যতিক্রমী বকটির খোঁজ প্রথম পান স্থানীয় হাড়ি-পাতিল ব্যবসায়ী ও পাখিপ্রেমী আব্দুর রশিদ। তিনি জানান, 'তিন দিন আগে গ্রামে হাঁড়ি-পাতিল বিক্রি করতে গিয়েছিলাম। রাস্তার পাশের এক... বিস্তারিত