ফুলহ্যামের মাঠে হোঁচট আর্সেনালের

2 weeks ago 20

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর এবার হোঁচট খেলো আর্সেনাল। ফুলহ্যামের মাঠে খেলতে গিয়ে তারা ফিরলো ১-১ ড্র নিয়ে।

এই ড্রয়ে বড় ক্ষতি হয়ে গেছে আর্সেনালের। ২৯ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তিনে। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পারকে হারানো চেলসি।

ম্যাচের শুরুতে সেভাবে মাঝমাঠই পার হতেই পারছিল না ফুলহ্যাম। এর মাঝেই আচমকা আক্রমণে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন খুঁজে নেন মেক্সিকোর ফরোয়ার্ড হিমেনেস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।

অবশেষে তারা সমতায় ফেরে ৫২তম মিনিটে। কাই হাভার্টজের হেড গোলমুখে পেয়ে টোকায় বল জালে ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার সালিবা। এরপর অনেকগুলো আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেডে বল জালে জড়িয়েছিলেন বুকায়ো সাকা, কিন্তু গাব্রিয়েল মার্তিনেল্লির অফসাইডের কারণে সে গোল বাতিল হয়ে যায়। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

এমএমআর/এমএইচআর

Read Entire Article