ফুলেল শ্রদ্ধায় চঞ্চল মাহমুদকে বিদায়

2 months ago 9

বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ (২১ জুন) বেলা সাড়ে ১২টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে প্রয়াত চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা তার দীর্ঘ দিনের সহকর্মী, পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনে জানাতে ছুটে আসেন।

উপস্থিত সবাই বলেন, চঞ্চল মাহমুদ ছিলেন দেশের মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎদের একজন। ফটোগ্রাফিকে ঘিরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে।

জোহরের পর তার শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর খ্যাতিমান এ মানুষটিকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

এমএমএফ/জিকেএস

Read Entire Article