ফেনসিডিলসহ যুবদল কর্মী আটক
বরিশালের গৌরনদীতে ফেনসিডিলসহ যুবদল কর্মী রুহুল আমিন তালুকদারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি ওই উপজেলা যুবদলের কর্মী বলে জানা যায়।
রোববার (১৯ জানুয়ারি) সকালে বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, ১১ বোতল ফেনসিডিলসহ উপজেলা যুবদলের কর্মী রুহুল আমিন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। পরে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।