ফেনী জেলা আ.লীগের আইন সম্পাদক শাহজাহান গ্রেপ্তার

6 months ago 79
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৫ মে) রাতে শহরের শহীদ মিনার সংলগ্ন লাভ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, অ্যাড. এম শাহজাহান সাজু ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতা গণহত্যাসহ একাধিক মামলার আসামি। তিনি ফেনী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফেনীর প্রয়াত গডফাদার জয়নাল আবদীন হাজারীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।  বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম জানান, সোমবার রাতে শহরের শহীদ মিনার সংলগ্ন লাভ মার্কেটের ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Read Entire Article