ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

1 month ago 12

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।

স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। তিনি গ্রাম থেকে সবজি ক্রয় করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, সকালে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস

Read Entire Article