ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে বিষয়টি রেলওয়ের কর্তৃপক্ষের নজরে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেল পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তাৎক্ষণিক সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন কালবেলাকে জানান, গাছ কেটে রেল যোগাযোগ ব্যাহত করার জন্য দুর্বৃত্তরা চেষ্টা করেছিল। তবে রেলওয়ে টহলদলের নজরে আসায় কাটা গাছ গুলো সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পরে রেলওয়ে পুলিশ বিষয়টি জানতে পেরে ভোররাতেই গাছগুলো সরিয়ে রেলপথ পরিষ্কার করে দেয়। এ নিয়ে কোনো সমস্যা হয়নি, রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

5 hours ago
7








English (US) ·