ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

1 week ago 5

ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন। এর মধ্যে ফেনী সদরে দুজন ও দাগনভূঞায় চারজন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের এখন পর্যন্ত ১০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৫১ জন, দাগনভূঞাতে ২০ জন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় ১০ জন, ফুলগাজীতে ১ জন এবং পরশুরাম উপজেলায় ৭ জন।

বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে তিনজন ও ছাগলনাইয়ায় দুজন চিকিৎসাধীন। চলতি মাসে এখন পর্যন্ত ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন।

সিভিল সার্জন আরও বলেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়েছেন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ রয়েছে চার হাজার ৮টি কিট।


আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

Read Entire Article