ফেনীতে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা

2 months ago 39

পূর্ব বিরোধের জেরে ফেনীর পরশুরামে ছুরিকাঘাতে আবদুর রহিম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

রহিম উপজেলা দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে আবদুর রহিমের পূর্ব বিরোধ ছিল। গত ৫ আগস্টের রাতে আবদুর রহিমকে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনির নেতৃত্বে কয়েকজন আবদুর রহিমের ওপর ফের হামলা করে। একপর্যায়ে আবদুর রহিমকে ছুরিকাঘাত করেন রনি। সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

Read Entire Article