ফেনীতে ১৪ মামলার আসামি আ’লীগ নেতা গ্রেফতার

2 months ago 37

ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি বাসা হতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ৪ আগস্ট ফেনীর মহিপালের গণহত্যায় পৃথক ছয়টি হত্যা মামলা ও হত্যাচেষ্টার ৪ মামলার আসামি। আমির হোসেন বাহার ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বাহারকে রাজধানী থেকে গ্রেফতার করে।

কাউন্সিলর বাহার প্রসঙ্গে ওই ওয়ার্ডের বাসিন্দা সারোয়ার হোসেন অভিযোগ করেন, বাহার নিয়মিত চাঁদা আদায় করতেন। পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটি গঠন করে বিপুল অর্থ বাসাবাড়ি মালিকদের কাছ থেকে জোর করে আদায় করতেন। এ বিষয়ে স্থানীয়রা তার বিরুদ্ধে পঞ্চায়েতের অর্থ আত্মসাতের বিচার চেয়ে ইতোপূর্বে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছে।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন জানান, বাহারের বিরুদ্ধে স্টেডিয়ামের নিচতলায় ৮০টি দোকান ঘরের জামানত ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছিলেন জেলা প্রশাসক।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

Read Entire Article