ফেনীর জয়নাল হাজারী কলেজকে রাজননীতিমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার (১৬ আগস্ট) বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজ গভর্নিং বডির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির ২২তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ ক্যাম্পাসে সব ছাত্র-ছাত্রী কোনো প্রকার দলীয় রাজনীতি করতে পারবে না এবং এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে মর্মে সর্বম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
- আরও পড়ুন:
৩২ বছর ‘রাজনীতিমুক্ত’ কলেজে ছাত্রদলের কার্যক্রমে উদ্বেগ - জয়নাল হাজারী কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি, ৩ দিনের আলটিমেটাম
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ খালেক। কলেজের অধ্যক্ষ মো. এনামুল হকের পরিচালনায় উপস্থিত গভর্নিং বডির সদস্যগণ ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক বলেন, গভর্নিং বডির ২২তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করে নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে।
জয়নাল হাজারী কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এম এ খালেক বলেন, বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজ গভর্নিং বডির সভায় সর্বসম্মতভাবে এ কলেজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি ছাত্রদল সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করলে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দেন। এ নিয়ে টানটান উত্তেজনার মধ্যে কলেজটিকে রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হলো।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম