ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা বিএনপির বিজয়: মঈন খান

1 month ago 10

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গতকাল (মঙ্গলবার) রাতে আমাদের বিজয় হয়েছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা।’

বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, সরকারের কাজ সরকার করেছে। তবে শুধু সময় নয়, ‘আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।’

নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নিবে এবং জয়ী হবে। সেজন্য দলীয় নেতাকর্মীকে প্রস্তুতি নিতে দিক নির্দেশনা দিন তিনি।’

বিএনপির এ নেতা বলেন, ‘স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলন করেছে বিএনপি ও গণতন্ত্রকামী দেশের সকল জনগণ। তার পরিণতি ছিল জুলাই-আগস্ট আন্দোলন। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও জনতার পরিচয়ে মিশে গিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। এ সত্য কেউ অস্বীকার করতে পারবে না।’

মঈন খান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সে ইতিহাস আমাদের প্রেরণা দেয়। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকে বৃষ্টির মধ্যেও এ বিজয় র‌্যালি প্রমাণ করে জনগণ এখনও পরিবর্তনের পক্ষে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিজয় র‌্যালিটি রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস

Read Entire Article