ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন

2 weeks ago 15

আগামী বছরের জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।

রোববার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ মতবিনিময় সভা হয়।

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। কারণ শিক্ষার্থীদের মতামত আমাদের জানতে বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরও সহজ হবে। তবে এখানে বেশ কিছু সমস্যা আছে। ডাকসুর রিফর্মেশন প্রয়োজন আছে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।

তিনি বলেন, ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের থাকা না থাকা নিয়েও কথা উঠেছে। স্লোগান দেওয়া যাবে না, পোস্টার লাগানো যাবে না ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও। তবে সব প্রতিবন্ধকতা ছাড়িয়ে আমরা জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন করতে চাই।

এমএইচএ/কেএসআর/জিকেএস

Read Entire Article