ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

10 hours ago 4

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এ নিয়ে কোনো টালবাহানা চলবে না। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাসানী জনশক্তি পার্টির গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বাবলু বলেন, গত ১৬ বছর কীভাবে একটা ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছে, সেটা আমরা সবাই জানি। তারা গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে দেশকে একটা অন্ধকার সময়ে নিয়ে গিয়েছিলো। আমরা জনগণের সহযোগিতায় সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা গণতন্ত্র মঞ্চ ও বিএনপি মিলে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে পারব।

এ সময় আগামী নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ঢাকা-১৭ আসনে ভাসানী জনশক্তি পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।

ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আবু ইউসুফ সেলিম, দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল কাদের আলমাস, প্রেসিডিয়াম সদস্য পারভীন নাসের খান ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান তপন তালুকদার প্রমুখ। গণজমায়েতে ভাসানী জনশক্তি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read Entire Article