ফের চটলেন আলিয়া

4 hours ago 2

রণবীর-আলিয়ার স্বপ্নের নতুন আশ্রয়, পালি হিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলোকে ঘিরে নেটদুনিয়ায় এখন তোলপাড়। রাজ কাপুরের কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম। এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আর সেই আলোচনার ঝড়ে বিরক্ত হয়ে চটে গেলেন আলিয়া ভাট নিজেই।

বাংলো নিয়ে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।’

এরপর তিনি অনুরোধ করে আরও বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

ঘটনায় অনেক নেটিজেনই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন।’ আবার কারও মতে, ‘সব দোষ পাপারাৎজিদের নয়, হয়তো মিডিয়াকে আগেভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।’
 

Read Entire Article