ফের চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন, চলবে আগের সূচিতেই

2 months ago 33

তিন মাস দশ দিন পর ফের চালু হলো সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটি আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় যাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান।

উচ্ছ্বসিত যাত্রীরা বলেন, জেলা শহরে থেকে চলাচল করা একমাত্র ট্রেনটি বন্ধ হওয়ার ফলে ঢাকায় যাতায়াত করতে অনেক ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় ভোগান্তি থেকে মুক্ত হলাম আমরা। সকালের ট্রেনে ঢাকায় গিয়ে কাজকর্ম সেরে বিকেলের ট্রেনেই ফেরা যায়। তবে আন্তঃনগর এ ট্রেনটি যেন লোকালের মতো এ রুটের সব ট্রেনকেই ক্রসিং করে সময়ক্ষেপণ না করে সেই দাবিও জানান যাত্রীরা। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার জেরে গত ৪ আগস্ট হঠাৎ করেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। 

পরে ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ সামাজিক আন্দোলন গড়ে তোলেন। মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, সাংস্কৃতিক পদযাত্রার পাশাপাশি রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। 

সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালু করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এ ট্রেন চালুসহ উত্তরাঞ্চলের সব ট্রেন শহর হয়ে চলাচলের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালানের পাশাপাশি রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের দাবি অনুযায়ী ট্রেনটি চালু হয়েছে।

Read Entire Article