ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী সিং

হাসির মঞ্চ ছাপিয়ে এবার আনন্দের ঢেউ বাস্তব জীবনে। ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের ঘরজুড়ে ফের বাজল খুশির সানাই। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। দীর্ঘদিন গোপন রাখা এই সুখবর অবশেষে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাছিয়া। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গাউন পরা ভারতী এবং সাদা শার্ট ও বাদামি ট্রাউজারে হর্ষ পরম মমতায় শিশুদের জামা দড়িতে ক্লিপ দিয়ে ঝোলাচ্ছেন। সেই ছোট্ট জামায় ছিল একটি ফুটফুটে ছেলে শিশুর অ্যানিমেশন। এরপরই আকাশি রঙে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সেই বার্তা—‘ইটস অ্যা বেবি বয়’। ভিডিওর শেষে একে অন্যকে জড়িয়ে ধরে নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাদের। মা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারতী সিং একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। সত্যি বলতে, আমি মনে মনে একটি কন্যাসন্তান চেয়েছিলাম। তবে ঈশ্বর যা দিয়েছেন, তাকেই আমরা সাদরে গ্রহণ করেছি। ও একদম সুস্থ আছে।’ মা হওয়ার অদ্ভূত অনুভূতির কথা জানিয়ে এই কমেডিয়ান আরও বলেন, ‘এটা এমন এক অনুভূতি যা ভাষায়

ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী সিং

হাসির মঞ্চ ছাপিয়ে এবার আনন্দের ঢেউ বাস্তব জীবনে। ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের ঘরজুড়ে ফের বাজল খুশির সানাই। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। দীর্ঘদিন গোপন রাখা এই সুখবর অবশেষে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাছিয়া।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গাউন পরা ভারতী এবং সাদা শার্ট ও বাদামি ট্রাউজারে হর্ষ পরম মমতায় শিশুদের জামা দড়িতে ক্লিপ দিয়ে ঝোলাচ্ছেন। সেই ছোট্ট জামায় ছিল একটি ফুটফুটে ছেলে শিশুর অ্যানিমেশন।

এরপরই আকাশি রঙে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সেই বার্তা—‘ইটস অ্যা বেবি বয়’। ভিডিওর শেষে একে অন্যকে জড়িয়ে ধরে নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাদের।

মা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারতী সিং একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। সত্যি বলতে, আমি মনে মনে একটি কন্যাসন্তান চেয়েছিলাম। তবে ঈশ্বর যা দিয়েছেন, তাকেই আমরা সাদরে গ্রহণ করেছি। ও একদম সুস্থ আছে।’

মা হওয়ার অদ্ভূত অনুভূতির কথা জানিয়ে এই কমেডিয়ান আরও বলেন, ‘এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এখন বাইরের জগৎ সংসার সব ভুলে গিয়েছি। সারাক্ষণ শুধু ওকেই দেখছি ও ঘুমাচ্ছে নাকি তাকিয়ে আছে। আমার সমস্ত মন জুড়ে এখন শুধুই ও।’

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়া। পেশাগত জীবনে তারা সফল সঞ্চালক ও কমেডিয়ান। নিজেদের ইউটিউব ভ্লগে তারা নিয়মিত ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। তাদের বড় ছেলে ‘গোলা’ (লক্ষ্য) ইতোমধ্যেই নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবার গোলার খেলার সঙ্গী হিসেবে পরিবারে যুক্ত হলো আরও এক খুদে সদস্য। বর্তমানে এই দম্পতিকে শুভকামনায় ভাসাচ্ছেন ভক্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow