ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব—এই ধরনের স্মার্ট গ্যাজেট মাঝেমধ্যেই বিকল হয়ে যায়। তখন বাধ্য হয়েই তা সারাতে দিতে হয়। আবার অনেক সময় মনে হয়, পুরোনো স্মার্টফোন বা ল্যাপটপ বিক্রি করে কোনো অফারে নতুন ডিভাইস কিনে নেওয়া যাক। সেটাও স্বাভাবিক সিদ্ধান্ত। কিন্তু স্মার্ট গ্যাজেট অন্যের হাতে তুলে দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হলো ডিভাইসের ভেতরে থাকা আমাদের ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা। অজান্তেই হয়তো আপনার ফোন বা ল্যাপটপের সঙ্গে অন্যের হাতে চলে যেতে পারে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য কিংবা অনলাইন লেনদেনের রেকর্ড। ভবিষ্যতে এসব তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল বা প্রতারণার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তাই স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব বিক্রি কিংবা রিপেয়ার করার আগে কিছু বিষয় অবশ্যই জানা ও মানা জরুরি। প্রথমেই ডিভাইসের সব গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যেসব তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেগুলো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখুন। এরপর ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট করুন। শুধু একবার নয়, সম্ভব হলে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করা

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব—এই ধরনের স্মার্ট গ্যাজেট মাঝেমধ্যেই বিকল হয়ে যায়। তখন বাধ্য হয়েই তা সারাতে দিতে হয়। আবার অনেক সময় মনে হয়, পুরোনো স্মার্টফোন বা ল্যাপটপ বিক্রি করে কোনো অফারে নতুন ডিভাইস কিনে নেওয়া যাক। সেটাও স্বাভাবিক সিদ্ধান্ত। কিন্তু স্মার্ট গ্যাজেট অন্যের হাতে তুলে দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হলো ডিভাইসের ভেতরে থাকা আমাদের ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা।

অজান্তেই হয়তো আপনার ফোন বা ল্যাপটপের সঙ্গে অন্যের হাতে চলে যেতে পারে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য কিংবা অনলাইন লেনদেনের রেকর্ড। ভবিষ্যতে এসব তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল বা প্রতারণার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তাই স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব বিক্রি কিংবা রিপেয়ার করার আগে কিছু বিষয় অবশ্যই জানা ও মানা জরুরি।

প্রথমেই ডিভাইসের সব গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যেসব তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেগুলো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখুন।

এরপর ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট করুন। শুধু একবার নয়, সম্ভব হলে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করা উচিত, যাতে কোনো ধরনের ডেটা ডিভাইসে থেকে না যায়।

ফ্যাক্টরি রিসেট করার আগে গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা ম্যানুয়ালি আলাদা করে কপি করে নিজের কাছে সংরক্ষণ করুন এবং সেগুলো পৃথকভাবে ডিলিট করুন। এতে ডেটা সম্পূর্ণভাবে মুছে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

ডিভাইসে কোনো ছবি, ভিডিও বা আগে করা অনলাইন ট্রানজ়াকশন সংক্রান্ত তথ্য রয়ে গেছে কি না, সেটিও ভালোভাবে পরীক্ষা করে নিন।

ফ্যাক্টরি রিসেটের আগে অবশ্যই ডিভাইসের হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করা উচিত। অনেক সময় ডেটা ডিলিট করার প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে। সে ক্ষেত্রে আলাদা ডেটা ওয়াইপ সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। তবে সফটওয়্যারটি নিরাপদ ও নির্ভরযোগ্য কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

ডিভাইসে যদি অনলাইন ওয়ালেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগইন করা থাকে, তবে বিক্রি বা রিপেয়ারের আগে সব অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ আউট করুন। অনেক সময় অজান্তেই পাসওয়ার্ড অটো-সেভ অপশন চালু থাকে। তাই ফ্যাক্টরি রিসেটের আগে সব সংরক্ষিত পাসওয়ার্ড ডিলিট করে নিন।

অনেক ব্যবহারকারী স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে আইওটি (ইন্টারনেট অব থিংস) নির্ভর বিভিন্ন গ্যাজেট পরিচালনা করেন। ডিভাইসটি অন্যের হাতে দেওয়ার আগে সেই সব সংযোগ বিচ্ছিন্ন করে নতুন ডিভাইসের সঙ্গে সংযুক্ত করতে ভুলবেন না।

সবশেষে, যে ডেটা ইরেজ়ার বা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, সেটি কতটা নিরাপদ এবং সত্যিই সব ডেটা মুছে গেছে কি না—তা পেশাদার টুলের মাধ্যমে যাচাই করে নেওয়াই নিরাপদ।

সূত্র : এই সময় অনলাইন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow